Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মগবান ইউনিয়নের অবস্থান

রাঙ্গামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়নটি কর্ণফুলী নদী বেষ্টিত। এই কর্ণফুলী নদীটি কাপ্তাই জল বিদ্যুত প্রকল্পের ফলে উৰপত্তি হয়।  কর্ণফুলী নদীর বদেৌলতে কাচালং, মাইনী, চেংগী, রাইখ্যং নদীর প্রবাহে কাপ্তাই কর্ণফুলী নদীর উৰপত্তি।  ষাটের দশকে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে জলরাশির বিপুল সঞ্চিত ভান্ডার হিসেবে কাপ্তাই কৃত্রিম হ্রদের সৃষ্টি। এই হ্রদে বিলাইছড়ি উপজেলার মধ্যে দিয়েই রাইংখ্যং নদী প্রবাহিত। নদীর প্রবাহমান খালের চিহ্ন স্পষ্ট হয়ে উঠে শুস্ক মৌসুমে। বছরের অন্যান্য সময়ে নদী পানিতে একাকার হয়ে থাকে হ্রদের পানির সাথে। রাইংখ্যং নদীর উৎপত্তি হয়েছে রাইংখ্যং পুকুরের পাদদেশ থেকে। রাইংখ্যং পুকুরের পূর্বে ভারত, দক্ষিণে বার্মা, পশ্চিমে উত্তরে বাংলাদেশের অবস্থান।