প্রকল্পের নাম
গবঘোনা পাড়ার যাত্রী ছাউনী নির্মাণ কাজ
কাজের বর্ননা
অত্র ইউনিয়নে গবঘোনা এলাকাটি অন্যতম এলাকা হিসেবে গন্যকরা হয় যে, সমগ্র ইউনিয়নের যে কোন এলাকায় যেতে হলে গবঘোনা এলাকা দিয়ে যেতে হয়। সাধারণ জনগণের বহু দিনের আঙ্খাখা স্বপ্ন পূরণের লক্ষ্যে অত্র এলাকায় ১টি যাত্রী ছাউনী নির্মাণ প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ফলে অত্র এলাকা তথা সমগ্র মগবান ইউনিয়নে বাসীন্দারা যাতায়াতে সুবিধা ভোগ করবে।