এই স্মৃতি মন্দিরটি মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় অবস্থিত। এটি মূলত বনভান্তের জন্মস্থান হওয়ার কারণে সেই স্মৃতি স্বরূপ এই এই সমৃতি মন্দিরটি স্থাপন করা হয়। মূলত বনভান্তে ছিলেন বৌদ্ধ ধর্মের বর্তমান কালের ধর্ম বানী প্রচারক। বনভান্তেকে ছিলেন শ্রাবক বুদ্ধ। তিনি অনেক জায়গায় বা গ্রামে অনেক ধর্ম প্রচার করেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁর বানী বা দেশনা খুব মন দিয়ে শ্রবণ করতেন। বর্তমান এট পরযটনী স্থান হসব অবদান রাখছ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস