রাঙ্গামাটি সদর উপজেলাধীন ২ নং মগবান ইউনিয়নের তৎকালীন মোরঘোনা নামক গ্রামে ১৯২০ সালের ৮ই জানুয়ারী তারিখে শ্রদ্ধেয় বন ভান্তে জন্ম গ্রহন করেন। বর্তমানে মোরঘোনা নামক গ্রামটি কাপ্তাই বাঁধের ফলে প্রায় ৫০ ফুট পানির নীচে অবস্থান করছে।উক্ত জায়গাটি চিন্হ্নিত করিয়া ৫০ ফুট পানির নীচ হইতে শ্রদ্ধেয় বনভান্তের জন্ম ভিটায় স্থানীয় এলাকাবাসী জন্ম স্থানকে চিহ্নিত করার জন্য একটি জন্মস্মৃতি স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। বর্তমানে স্মৃতি স্তম্ভটির নির্মাণ কাজ প্রায় সমাপ্তীর পথে।
স্মৃতি স্তম্ভটির ৪০০ গজের মধ্যে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের পাশে আর ও একটি শ্রদ্ধেয় বন ভান্তে জন্ম স্মৃতি মন্দির রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীণ আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস