আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম ও সিলেট বিভাগের আওতাধীন পোর্টালসমূহের (চট্টগ্রাম বিভাগ, ১১টি জেলা, ১০০টি উপজেলা ও ৯৪৩টি ইউনিয়ন; সিলেট বিভাগ, ৪টি জেলা, ৩৮টি উপজেলা ও ৩৩৬টি ইউনিয়ন এবং প্রতিটি পর্যায়ের সকল সরকারি অফিসের ওয়েরপোর্টাল) বর্তমান হোস্টিং ম্যাংগো টেলিসার্ভিসেস লি. মহাখালী, ঢাকা হতে স্হানান্তর (Migration) করে ন্যাশনাল ডাটা সেন্টার (এনডিসি), বিসিসি, আগারগাঁও-তে নেওয়ার কার্যক্রম আগামী ১৩ ডিসেম্বর তারিখে গ্রহণ করা হবে। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ ৪৮-৭২ ঘন্টা সময়ের প্রয়োজন হতে পারে এবং এই সময়ে নতুন কোন তথ্য সংযোজন করলে তা সংশ্লিষ্ট সার্ভারে যথাযথভাবে সংরক্ষিত না হবার সম্ভাবনা থাকে।
সেই কারণে আগামী ১৩ ডিসেম্বর রাত ১২.০১ ঘটিকা হতে পররর্তী ৭২ ঘন্টা অর্থ্যাৎ ১৫ ডিসেম্বর রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের আওতাধীন পোর্টালসমূহে তথ্য হালনাগাদ (upload/update of information) সাময়িকভাবে না করার নিমিত্ত সংশ্লিষ্ট সকলকে যথাযথ নির্দেশনা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। http://www.a2i.pmo.gov.bd/
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS